ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, ময়মনসিংহ বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীদের দক্ষতা উন্নয়নের অন্যতম প্রশিক্ষণ প্রতিষ্ঠান। টেকসই খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে দেশে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠকর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করার অভিপ্রায়ে ১৯৬৬ সালে এটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪ কি:মি: পশ্চিমে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে ঢোলাদিয়া নামক স্থানে অবস্থিত। ইহা ময়মনসিংহ পৌরসভার অন্তর্গত। প্রাকৃতিক সবুজের স্পর্শময়তার মাঝে ৫.৩২৯৬ একর জমির উপর গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটির স্থাপনাসমূহ। প্রতিষ্ঠানটির প্রধান কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অধিদপ্তরের সদ্য নিযুক্ত মাঠকর্মীদের ০১ বৎসর মেয়াদী প্রি-সার্ভিস প্রশিক্ষণ প্রদান করা । এখানে মাঠপর্যায়ে কর্মরত মাঠকর্মীদের কারিগরি বোর্ডের অধীনে ০২ বছর মেয়াদী ডিপ্লোমা ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন (ইন-সার্ভিস মেআপ কোর্স) এর অধীনে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতাধীন স্বল্পকালীন প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভি.টি.আই), ময়মনসিংহের অধীনে ০১ টি আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষনাগার , ০১ টি ভেটেরিনারি হাসপাতাল এবং ০১ টি ডেয়রি ইউনিট পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ প্রাপ্ত মাঠকর্মীরা সারা দেশে প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারীদের গবাদি প্রাণির স্বাস্থ্য সুরক্ষা, হাঁস-মুরগী পালন, টিকা প্রদান, খামার ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রাখার ফলে দেশে দুধ, ডিম ও মাংস উৎপাদন যেমন বাড়ছে তেমনি জাতীয় পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে গ্রামীন অর্থনৈতিক ভীত শক্তিশালী হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস